Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচী শুরু

সেলিম রেজা, নীলফামারী জেলা প্রতিনিধিঃ সৈয়দপুরে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচী শুরু হয়েছে।

রোববার (৩১ মার্চ) বিকাল ৫ টায় শহরের পুলিশ বক্সের সামনে এই কর্মসূচী উদ্বোধন করেন নীলফামারী-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও চ্যারিটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক।

এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের উপদেষ্টা তাহজীবুল আলম, আবু ইউসুফ মুহাম্মদ ও প্রথম আলো প্রতিনিধি এম আর আলম ঝন্টু এবং চেয়ারম্যান ইরফান আলম ইকু, সাংবাদিক নওশাদ আনসারী, সদস্য খন্দকার আবিদা সুলতানা রিয়া, শামিউল আলম ও আলমগীর হোসেন।

এমপি আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিকের একমাত্র ছেলে ও ইকু গ্রুপের পরিচালক এবং চ্যারিটির চেয়ারম্যান ইরফান আলম ইকু বলেন, আমার দাদার নামে গড়ে তোলা ফাউন্ডেশনের মাধ্যমে নানামুখী সামাজিক ও জনহিতকর কার্যক্রম পরিচালনা করে আসছি। এরই অংশ হিসেবে আজ থেকে ইফতার সামগ্রী বিতরণ শুরু করা হলো।

প্রতিদিন ২০০ নিন্ম আয়ের শ্রমজীবী, দরিদ্র পথচারী ও ছিন্নমূল রোজাদারদের মাঝে শেষ রমজান পর্যন্ত এই কর্মসূচী চালানো হবে।

এসএ

Exit mobile version