Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

আমিন কল্যাণ সংস্থার ঈদ উপহার পেয়ে খুঁশি ফয়জুল ইসলাম

সেলিম রেজা নীলফামারী জেলা প্রতিনিধি: ঈদের দিনে একটু ভালো-মন্দ খাওয়া নিয়ে চিন্তিত ছিলেন ষাটার্ধ্ব ফয়জুল ইসলাম। নীলফামারী সদরের কচুকাটা বন্দরপাড়া এলাকার এই ফয়জুল ইসলামের দুশ্চিন্তা দূরীকরণে এগিয়ে এলেন জেলা আমিন সংস্থা। শুধু ফয়জুল ইসলামে নয়, তার মতো আরও দুই শতাধিক অসচ্ছল,হতদরিদ্র পরিবার ও শিশুদের মাঝেও ঈদ সামগ্রী বিতরণ করেছেন সংস্থাটি।

শনিবার দুপুরে সদরের কচুকাটা তিন থানার মাড়ে অবিস্থিত জেলা আমিন কল্যাণ সংস্থার প্রধান কার্যালয়ে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় সংস্থাটির সভাপতি মোস্তাক আলী মুন্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুকাটা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এনামুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউএসটি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ মনিরুজ্জামান মনির, আমিন কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতিসহ আরও অনেকে।

এসএ

Exit mobile version