Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

তেঁতুলিয়ার ৬নং ভজনপুরে মে দিবস পালিত

মেহেদী হাসান মিরাজ,পঞ্চগড় প্রতিনিধি: আজ পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় মহান মে দিবস পালিত, বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রামের স্বীকৃতির দিন আজ।

শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে প্রতিবছর ১ মে সারা বিশ্বে দিবসটি পালিত হচ্ছে, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গুরুত্বের সঙ্গে দিবসটি পালন করা হচ্ছে। এ উপলক্ষ্যে আজ সরকারি ছুটি।

যাদের পরিশ্রম,আর ঘাম দিয়ে তৈরি হবে স্মার্ট বাংলাদেশ, সেই স্মার্ট বাংলাদেশ করার লক্ষ্যে শ্রমিকদের দাবি , শ্রমিকের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, শ্রমিকের, প্রতি অত্যাচার মানিনা মানবো না, এই শ্লোগানে মিছিলের মাধ্যমে র‍্যালি করে, তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন শ্রমিকেরা।

এ সময় মিছিলে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান, মুক্তারুল হক মুকু, ৬নং পরিষদ চেয়ারম্যান, মুসলিম উদ্দীন, মজিবর রহমান মাস্টার, সভাপতি পাথরবালী সমবায় সমিতি, ৬নং ইউপি সদস্য, তবিবর রহমান,আল আমিন পারভেজ জীবন, সাধারণ সম্পাদক অটোরিকশা, রিক্সা, সমবায় সমিতি আরোও উপস্থিত ছিলেন উপজেলার সকল শ্রমিকেরা।

এসএ

Exit mobile version