Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

সার্বিক কর্ম মুল্যায়নে পঞ্চগড় জেলায় আবারো বোদা থানা শ্রেষ্ঠ

সার্বিক কর্ম মুল্যায়নে পঞ্চগড় জেলায় আবারো বোদা থানা শ্রেষ্ঠ

পঞ্চগড় প্রতিনিধি: বোদা থানার এলাকাগুলো মাদক, জঙ্গী, জুয়া, চুরি, ছিনতাই, যৌতুক, নারী নির্যাতন, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম, জায়গা জমি নিয়ে বিরোধ সহ প্রভৃতি অপরাধ নির্মুল করতে অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক পিপিএম এর নেতৃত্বে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বোদা থানার পুলিশ।

এরই স্বীকৃতি হিসেবে অদ্য ২৮/০৮/২০২৪ খ্রিঃ সকাল ১১.০০ ঘটিকার সময় পঞ্চগড় পুলিশ লাইন্সে পঞ্চগড় জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক কর্ম মুল্যায়নে টানা ছয় বার শ্রেষ্ঠ থানা হিসেবে বোদা থানাকে নির্বাচিত করে অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক পিপিএমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

একই সাথে সার্বিক কর্মমুল্যায়নে বোদা থানার এসআই মোঃ মঞ্জুরুল ইসলামকে শ্রেষ্ঠ এসআই ও শ্রেষ্ঠ বিট অফিসার হিসেবে পুরস্কৃত করা হয়। পঞ্চগড় জেলার মান্যবর পুলিশ সুপার জনাব এস.এম সিরাজুল হুদা, পিপিএম-বার পুরস্কার প্রদান করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার, অর্থ ও প্রশাসন (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব এসএম শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস জনাব কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আমিরুল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব রুনা লায়লা সহ সকল থানা অফিসার ইনচার্জ ও অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

মেহেদী হাসান মিরাজ/এস আই আর

Exit mobile version