Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

পঞ্চগড়ে বন্যার্তদের নামে চাঁদা আদায়কারী ৮ প্রতারক আটক

পঞ্চগড়ে বন্যার্তদের নামে চাঁদা আদায়কারী ৮ প্রতারক আটক

পঞ্চগড় প্রতিনিধি: দেশের দক্ষিণ অঞ্চলের বন্যার্ত মানুষদের ত্রাণ সহায়তা কার্যক্রমের নামে, ৮ জন প্রতারককে আটক করে স্থানীয়রা,আটকরা হলে পঞ্চগড় জেলা শহরের রামেরডাঙ্গা এলাকার বাবলা (৪১), জালাল (৪০), খালেক (৫৫), আবিল (৫৫), জামিরুল (৩১), রমজান (৩২) রাসেল (২৪) ও রেজাউল (৩০)।

স্থানীয়রা জানায়, দুপুরের দিকে ৮ জনের একটি প্রতারক চক্র পঞ্চগড় জেলা শহরের পিকআপ স্ট্যান্ড থেকে আড়াই হাজার টাকা ভাড়ায় একটি পিকআপ ভাড়া করে। গাড়িতে মাইক লাগিয়ে তারা বন্যার্তদের সহায়তার জন্য টাকা তুলতে বের হয়।

গোয়ালঝাড় বাজারে টাকা উত্তোলনের সময় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করে স্থানীয়রা। এ সময় তারা, সন্দেহভাজক কথাবার্তা বলায় আটক করে সেনাবাহিনীকে খবর দেয়। পরে এলাকাটি সীমান্তের কাছে হওয়ায় বিজিবিকেও খবর দেওয়া হয়।

পরে বিজিবি ও সেনা সদস্যরা তাদের আটক করে পুলিশের কাছে তুলে দেয়।এ সময় তাদের কাছে টাকা তোলার বক্স, ব্যানার, মাইক ও নগদ কিছু টাকা পাওয়া যায়। ব্যানারে লেখা ছিল ‘ত্রাণ সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ করুন।’ তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রক্রিয়া চলছে।

পঞ্চগড় সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহম্মেদ বলেন, ‘বন্যার্তদের নামে টাকা তোলার অভিযোগে স্থানীয়রা আটক করে। পরে বিজিবির সহযোগিতায় সেনাবাহিনী তাদের থানায় সোপর্দ করে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

মেহেদী হাসান মিরাজ/এস আই আর

Exit mobile version