Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

তেঁতুলিয়া টু ঢাকা-রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রাম রোডে ডে কোচ চালুর দাবিতে মানববন্ধন

তেঁতুলিয়া টু ঢাকা-রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রাম রোডে ডে কোচ চালুর দাবিতে মানববন্ধন

ছবি: জনতার বার্তা

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় বাংলাবান্ধা-তেঁতুলিয়া মহাসড়ক থেকে ময়মনসিংহ- কিশোরগঞ্জগামী বিআরটিসির ডে কোচ এবং এসি নৈশ কোচ চালু এবং তেঁতুলিয়া-ঢাকা ডে কোচ চালুর দাবিতে তেঁতুলিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসির যৌথ ব্যানারে এ প্রতিবাদ মানববন্ধনের আয়োজন করা হয়।

সোমবার ৯ সেপ্টেম্বর সকাল ১১টায় তেঁতুলিয়া চৌরাস্তা বাজারে তেঁতুল গাছের নিচে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, এলাকাবাসির পক্ষে যুবদলের নেতা মোঃ তোজাম্মেল হক বিপ্লব, ছাত্র দলের নেতা নুরুজ্জামান, দুলাল, অবসর প্রাপ্ত শিক্ষক আলমগীর মিয়া, শিক্ষক মোঃ ফজলুল করিম, সমাজ সেবক ব্যবসাহী মোকছেছুর রহমান, শিক্ষর্থী মোঃ হরযত আলী, শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিক, সবুজ, প্রমুখ।

এতে তেঁতুলিয়া উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহন করেন।

মেহেদী হাসান মিরাজ/এস আই আর

Exit mobile version