Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

পঞ্চগড় জেলা আমীরের পিতা মফিজ উদ্দিনের জানাযা সম্পন্ন

পঞ্চগড় জেলা আমীরের পিতা মফিজ উদ্দিনের জানাযা সম্পন্ন

পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা আমীর অধ্যাপক ইকবাল হোসেন এর পিতা আলহাজ্ব মফিজ উদ্দিন (৯৫) এর দাফন কার্য সম্পন্ন হয়েছে।

আজ (২৯ সেপ্টেম্বর) রবিবার সকাল ১০ টায় তার জানাযার নামাজ কালান্দিগঞ্জ ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

গত (২৮ সেপ্টেম্বর) শনিবার দুপুর ২ টা ৪৫ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন তিনি।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি ৬ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।

এ সময় মরহুমের জানাযার নামাজে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, রংপুর ও দিনাজপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা মোঃ আব্দুর রশিদ, ঠাকুরগাঁও জেলা আমীর মাওলানা আব্দুল হাকিম, পঞ্চগড় জেলা সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, নায়েবে আমীর মাওলানা মফিজ উদ্দিন, দেবিগঞ্জ উপজেলা আমীর মাওলানা আবুল বাসার বসুনিয়া, ছাত্রশিবিরের জেলা সভাপতি মোঃ জুলফিকার রহমান ও সেক্রেটারি মোঃ রাশেদ ইসলাম, তেঁতুলিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মাহবুবুল হাসান, সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল প্রধান ও কালান্দিগঞ্জ ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওসমান গনি প্রমূখ।

মৃত্যুর পূর্ব পর্যন্ত আলহাজ্ব মফিজ উদ্দিন কালান্দিগঞ্জ ফাজিল মাদ্রাসার সভাপতি ছিলেন।এছাড়াও তিনি বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার সভাপতি দায়িত্ব পালন করেছিলেন। তিনি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ন্যায় ও সত্যের সাথে জীবন অতিবাহিত করেছেন। তিনি তার সকল সন্তানদেরকে সৎ ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলেছিলেন। তিনি একজন সফল মানুষ ছিলেন।

ওয়াহিদুল ইসলাম/এস আই আর

Exit mobile version