Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

পঞ্চগড়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

পঞ্চগড়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন এটি।

গতকাল(২৭ অক্টোবর) রবিবার সকালে পঞ্চগড় চেম্বার অব কমার্স ভবনে এই সম্মেলনের আয়োজন করে সংগঠনটির পঞ্চগড় জেলা শাখা।সভাপতি মোঃ ওয়ালিউর রহমানের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে সম্মেলনের সূচনা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ গোলাম রব্বানী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় সহ-সধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন,পঞ্চগড় জেলার প্রধান উপদেষ্টা ও জেলা জামায়াতে ইসলামীর আমীর  অধ্যাপক ইকবাল হুসাইন,সেক্রেটারি মাওলানা দেলাওয়ার হুসাইন,নায়েবে আমীর মাওলানা মফিজ উদ্দিন,শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা কমিটির সহ-সভাপতি তোফায়েল প্রধান,বোদা উপজেলা সভাপতি আজিজার রহমান,বাংলাদেশ স্থল বন্দরের সাধারণ সম্পাদক আবুল হাশেম বাদল প্রমূখ।

সম্মেলন পরিচালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। এসময় জেলার বিভিন্ন এলাকার নেতা-কর্মীরা অংশগ্রহন করেন।

মোঃ ওয়াহেদুল করিম/এমএ

Exit mobile version