Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

বোদা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বোদা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ওয়াহেদুল করিম, পঞ্চগড়: “শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য” এই স্লোগানকে সামনে রেখে দ্বি-বার্ষিক সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বোদা উপজেলা।

আজ (৯ নভেম্বর) সোমবার সকাল ৯টায় বোদা অফিসে অনুষ্ঠান শুরু হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন বোদা উপজেলার সভাপতি মোঃ আজিজার রহমান।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের পঞ্চগড় জেলা সভাপতি মোঃ আবুল বাশার বসুনিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা প্রধান উপদেষ্টা মাওলানা মোঃ জাহিদুর রহমান, জেলা সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন,জেলা ট্রেড সম্পাদক ও নির্বাহী সদস্য মোঃ আব্দুল জলিল প্রমূখ।

এসময় সভাপতি ও সম্পাদকদের শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি।

Exit mobile version