শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৪
spot_img

পঞ্চগড়, তেঁতুলিয়ায় ফুটেছে টিউলিপ, ভিড় জমাচ্ছে দেখতে আসা দর্শনার্থীরা

মেহেদী হাসান মিরাজ, পঞ্চগড়: সাদা, লাল, হলুদ, গোলাপি, একেকটি টিউলিপ ফুলের বাহারি রঙের ছোঁয়ায় যেন আলপনার সাজ। এ যেন জমিনে একখণ্ড রংধনুর গালিচা! আর নানা রঙের সঙ্গে শীতপ্রধান দেশের এই টিউলিপ তৃতীয়বারের মত রাজসিক সৌন্দর্য ছড়াচ্ছে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। 

আর তা দেখতে প্রতিদিন টিউলিপ বাগানে ভিড় করছেন নানা বয়সী দর্শনার্থীরা। দেখতে আসা এক দর্শনার্থী বলেন টিউলিপ ফুল চাঁষ আমাদের তেঁতুলিয়ায় হচ্ছে তাই আমরা দেখতে আসছি এটি আমাদের তেঁতুলিয়াকে আরোও সৌন্দর্য করে তুলবে। 

বাগান টি তেঁতুলিয়া, সদরের দর্জিপাড়া গ্রামে অবস্থিত । ইএসডিওর সহযোগিতায় চাঁষ করা  হচ্ছে এই ফুল।তৃতীয়বারের মতো দর্জিপাড়ায় ১৬ জন নারী উদ্যোক্তাদের নিয়ে এ বছর ২৫ হাজার  (বীজ) দিয়ে টিউলিপ চাষ করা হয়েছে পর্যটকদের মুগ্ধ করতেই এখানে ইকো ট্যুরিজম গড়া । চলতি ফেব্রুয়ারি ও আগামী মার্চ মাস জুড়ে এখানকার-অনুষ্ঠান, জাতীয় দিবস ও ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসকে আরো রঙিন করে তুলতে।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর