মেহেদী হাসান মিরাজ, পঞ্চগড়: মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় মর্মান্তিক অগ্নিকান্ডের শিকার মোঃ হারেজ আলী।
অগ্নিকান্ডের শিকার মোঃ হারেজ আলী পিতা: সজির উদ্দিন হারেজ আলী পঞ্চগড়, জেলা তেঁতুলিয়া উপজেলা ভজনপুর ইউনিয়নে ভুতিপুকুর গ্রামের বাসিন্দা। হারেজের ১ ছেলে এবং ৩ মেয়ে।
গ্রামবাসীর সাহযোগীতায় প্রথমে আগুন নিয়ন্ত্রন করা হলেও পরে ফায়ার সার্ভিস এবং গ্রামবাসীর যৌথ সাহযোগীতায় আগুন সম্পুর্ন দমন করা সম্ভব হয়েছে।
আগুন লাগার কারণ স্পষ্টভাবে যনা যায়নি, সম্ভবত ছোট বাচ্চার দ্বারাই দুর্ঘটনার সৃষ্টি।
আগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৩.৫ লক্ষ টাকা এবং প্রতিবেশি মোঃ নাজমুল হক এর ছোট একটি ঘর পুড়ে যাওয়ায় ক্ষতির পরিমান ৩০ হাজার টাকা। ১৫ মন চাল ও প্রায় ২৫ মন ধান এবং গরু বিক্রির ৪০ হাজার নগদ টাকা। মো:হারেজ আলী জানান আগুনে পুড়ে যাওয়া বাড়িটি থেকে কোন কিছুই উদ্ধার করা যায় নি।