বুধবার, অক্টোবর ১৬, ২০২৪
spot_img

ভারত সিমান্ত দিয়ে আসা দুটি হাতি বাংলাবান্ধায়, আতঙ্কে এলাকাবাসী

মেহেদী হাসান মিরাজ, তেঁতুলিয়া: ভারতীয় সীমান্ত অতিক্রম করে পঞ্চগড়ের তেঁতুলিয়ার রওশনপুর দিয়ে দুটি বন্য হাতি প্রবেশ করেছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার তিরনইহাট ইউনিয়নের ভারতীয় সীমান্ত দিয়ে ইসলামবাগে প্রবেশ করে বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জের একটি ভুট্টাক্ষেতে অবস্থান করছে হাতি গুলো ।

এদিকে সকালে গ্রামে হাতি গুলো প্রবেশ করেছে খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। হাতি দেখতে অনেক জনতার ভিড় করেছে। 

স্থানীয়রা জানান, সকালে দুটি বন্য হাতি রওশনপুর হয়ে দৌলতপাড়া দিয়ে দক্ষিণ কাশিমগঞ্জে প্রবেশ করে। আসার পথে দু-তিনজন কৃষকের গৃহপালিত প্রাণীর ওপর আক্রমণ করে। পরে কাশিমগঞ্জের গ্রামে বেশ কিছু বাড়িতে ঢুকে বৈদ্যুতিক তার, মোটরের তার, টয়লেট, বেড়া, পেঁয়াজ ও ভুট্টাক্ষেতের ক্ষতি করেছে। এ খবর জানাজানি হলে আশপাশে বসবাসকারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা প্রশাসন তেঁতুলিয়া,মো:ফজলে রাব্বি, সহ বিজিবি, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে আসেন, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তারা বলেন বিরক্ত না করে সাবধানতা অবলম্বন করতে।

এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর