Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কা, অলৌকিকভাবে এখন সুস্থ সেই কিশোর

সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কা, অলৌকিকভাবে এখন সুস্থ সেই কিশোর

রংপুরে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত কিশোর লিখন মিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও, তা সঠিক নয়। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন এবং তার মা-বাবা সন্তানের জন্য দোয়া চেয়েছেন। লিখন এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। 

লিখন মিয়া রংপুর মহানগরীর ১১নং ওয়ার্ডের মধ্য বিনাটারি গ্রামের মেহেরুল ইসলামের ছেলে এবং স্থানীয় আল ইখলাস দারুস সুন্নাত দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। শনিবার (২৬ অক্টোবর) বিকেলে চার বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়ে সিংগিমারী ব্রিজ এলাকায় গিয়ে ট্রেনের সঙ্গে সেলফি তুলতে দাঁড়িয়ে ছিল, তখন তিনি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। এ ঘটনার একটি ভিডিও ক্লিপও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এমএ

Exit mobile version