Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

চলন্ত ট্রেন থেকে পড়ে গেল শিশু

মোস্তাফিজুর রহমান আকাশ, ঠাকুরগাঁও: ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী সততা এক্সপ্রেস ট্রেন থেকে আনুমানিক ১০ বছর বয়সী এক শিশু পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন দক্ষিণ সেনিহারী এলাকায় পড়ে যাওয়া ওই শিশু হাত ও পায়ে আঘাত পেয়েছে।

পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশুর নাম পরিচয় জানার চেস্টা করেন স্থানীয় লোকজন। শিশুটির নাম জানায় আব্দুল্লাহ বাবা রহিম আলী, মা রিনা বেগম বাসা কিশোরগঞ্জ।

স্থানীয় বাসিন্দারা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী সততা এক্সপ্রেস ট্রেন রুহিয়া রেলস্টেশনের দিকে যাচ্ছিলো। এ সময় চলন্ত ট্রেন থেকে একটি শিশু পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা গিয়ে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে গ্রাম্য চিকিৎসকের নিয়ে যায়। সেখান থেকে শিশুটিকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

রুহিয়া থানা অফিসার ইনচার্জ তদন্ত (ওসি) মামুন শাহ জানান, শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর বিষয়টি তারা জানতে পারেন। শিশুটির পরিচয় পাওয়া গেছে এবং যোগাযোগের চেস্টা চালানো হচ্ছে।

Exit mobile version