Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

ঠাকুরগাঁওয়ে বন বিভাগের উদ্যোগে আঞ্চলিক পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ফ্যাজিবিলিটি স্টাডি ফর ফরেস্ট ইকোসিস্টেম কনজারভেশন এন্ড ইকো-ট্যুরিজম ডেভেলপমেন্ট অফ গ্রেটার প্রকল্পের আওতায় আঞ্চলিক পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) সকালে জেলা প্রশাসন ঠাকুরগাঁও ও সামাজিক বন বিভাগ দিনাজপুরের আয়োজনে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়৷

ঠাকুরগাঁও বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা তাসলিমা আক্তারের সঞ্চালনায় কর্মশালাটির মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের সহকারী বন সংরক্ষক নুরুন নাহার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মাহবুবুর রহমান। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোলেমান আলী,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার উপস্থিত ছিলেন। এ ছাড়াও জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠিত কর্মশালার শুরুতে একটি ভিডিও ডকুমেন্টারির মাধ্যমে বনায়নের প্রয়োজনীতা উপলব্ধি ও বন নিধনে ক্ষতিকর দিক গুলো নিয়ে আলোকপাত করা হয়। এ ছাড়াও বনায়ন গুরুত্ব ও করণীয় শীর্ষক আলোচনা করা হয়। সেই সাথে বনায়ন বৃদ্ধির লক্ষে নানা ধরনের আলোকপাত ও উপস্থিত অতিথিদের নিয়ে
গ্রুপ ভিত্তিক আলোচনা করা হয়।

Exit mobile version