Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মোঃ আলমগীর, ঠাকুরগাঁও: বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্দেশনায় তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও এসডিজি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের ১০ দিনে ৫ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার লক্ষে বৃক্ষরোপণ করেছে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে বৃক্ষরোপনের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোঃ মাহাবুবুর রহমান বাবলু, ঠাকুরগাঁও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়,সহ ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের নেতাকর্মী বৃন্দ।

ছাত্রলীগ নেতা সুমন পারভেজ বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্দেশনায় এ বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে। এছাড়া দেশের প্রতিটি সংকটকালীন মূহুর্তে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, এখনো রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে

Exit mobile version