Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে র‌্যালি ও আলোচনা সভা।

মো: আলমগীর,ঠাকুরগাঁও প্রতিনিধি: তামাক কোম্পানীর হস্তপে প্রতিহত করি, শিশুদের সুরা নিশ্চিত করি, এই প্রতিপাদ্যে ঠাকুরগাঁওয়ে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করা হয়।

৩১ মে শুক্রবার ঠাকুরগাঁও জেলা কালেক্টর চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সোলেমান আলীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রশিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে তামাকের ক্ষতিকারণ বিভিন্ন বিষয়ের উপরে নির্মিত ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

Exit mobile version