Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

ঠাকুরগাঁওয়ে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নির্দেশনা মোতাবেক ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণী পর্যন্ত মাধ্যমিক স্তরের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কারিকুলামের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু হয়েছে৷ 

বুধবার সকালে জেলার রোল করিশুন্ডা জয়েন্ট স্টেট উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ ও গিলাবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামষ্টিক মূল্যায়ন পরিদর্শন করেন জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আকতার। এ সময় জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মনোয়ার হোসেন, বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষকেরা উপস্থিত ছিলেন। সকাল ১০ টায় শুরু হওয়া ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম চলবে ৫ ঘন্টা।

গিলাবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের স্কুল শাহজাহান-ই-হাবীব বলেন, যথাসময়ে সামষ্টিক মূল্যায়ন শুরু হয়েছে। শিক্ষার্থীরা অন্যরকম এক উৎসাহ-উদ্দীপণা নিয়ে অংশগ্রহণ করেছে৷ নতুন শিক্ষাক্রমের কার্যক্রম বা শেখার জায়গা তাদের বেশ উৎসাহিত করতে পেরেছে৷ 

ঠাকুরগাঁও জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আকতার বলেন, সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষান্মাসিক সামস্টিক মূল্যায়ন শুরু হয়েছে। শিক্ষার্থীরা কোন ধরনের ভয়- ভীতি এবং চাপ ছাড়াই উৎসবমুখর পরিবেশে মূল্যায়নে অংশগ্রহন করছে যেখানে অভিভাবক সহ সকলের মাঝে পাবলিক পরীক্ষার মত আমেজ দেখা যাচ্ছে। এই মূল্যায়ন কার্যক্রমটি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ইতিহাসে একটি মাইল ফলক হিসেবে গণ্য হবে।

মোস্তাফিজুর রহমান আকাশ/এস আই আর

Exit mobile version