Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

ঠাকুরগাঁওয়ে নদীতে গোসলে নেমে শিক্ষার্থী নিখোঁজ

ঠাকুরগাঁওয়ে নদীতে গোসলে নেমে শিক্ষার্থী নিখোঁজ

ছবি: জনতার বার্তা

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীতে গোসলে নেমে এক কলেজ শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। 

সোমবার(৮ জুলাই) দুপুরে গোবিন্দনগর ইক্ষুখামার ইজতেমা সংলগ্ন ঘাট থেকে নিখোঁজ হন তিনি। নিখোঁজ হওয়া কলেজ শিক্ষার্থী রায়হান ইসলাম(১৬) স্থানীয় মুজিবনগর গ্রামের শহিদের ছেলে। তিনি স্কলার্স কলেজে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। এসব তথ্য নিশ্চিৎ করেছেন নিখোঁজ হওয়া শিক্ষার্থীর বড় বোন রুমি আক্তার। 

রুমি আক্তার জানান, গতকাল মাকে নিয়ে হাসপাতালে ছিলাম। ভাই পড়াশোনার পাশাপাশি আড়তে কাজ করেন। আমি ভেবেছি সে মহাজসের কাজে আছে। আমার ভাইযে নদীতে গোসলে নেমেছিলো এ কথা কেউ জানায়নি। আজ সকালে জানতে পারি আমার ভাই গতকাল দুপুরে তার পাঁচজন বন্ধুর সাথে নদীতে নেমে ডুবে গেছে। খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসকে কল করি। এখনো ভাইকে খুঁজে পাওয়া যায়নি।।

প্রত্যক্ষদর্শী এক কিশোর সিফাত বলেন, গতকাল নদীতে ওরা(নিখোঁজ শিক্ষার্থী) ৫-৬ জন নেমেছিলো। যখন সে হাবুডুবু খাচ্ছিলো তখন স্বভাবিক ভাবে মনে করেছিলাম গোসল করছে। পরে সে আর উঠেনি। আমি এখাসে মেহমান বেড়াতে এসেছি ওদের বাড়িও চিনিনা। তবে আমি তার সাথে গোসলে নামা ছেলেদের বলেছিলাম যেন তার বাড়িতে জানায়। 

ঠাকুরগাঁও ফায়ারসার্ভিসের টিম লিডার রবিউল ইসলাম বলেন, আমাদেরকে অনেক দেরিতে জানানো হয়েছে। আমরা ধারণা করছি মরদেহ ভেসে অনেক দূরে চলেগেছে নয়তো পানির নিচে বালুতে চাপা পড়ে আছে। ডুবরি দলের সাথে যোগাযোগ করা হচ্ছে। ডুবরি ছাড়া উদ্ধার কাজ পরিচারনা সম্ভব নয়।

মোস্তাফিজুর রহমান আকাশ/এস আই আর

Exit mobile version