Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

ঠাকুরগাঁও গড়েয়ায় বজ্রপাত থেকে রক্ষায় তালবীজ রোপণ

ঠাকুরগাঁও গড়েয়ায় বজ্রপাত থেকে রক্ষায় তালবীজ রোপণ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত থেকে রক্ষা পেতে তালের ৬০০০ হাজার  বীজ রোপণ করা হয়েছে।গড়েয়া গুঞ্জুরগড় এলাকায় প্রায় দুই কিলোমিটার নদীর দুপাশে শনিবার  দুপুরে এই বীজ রোপণ চলে

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের বাগেরহাট স্পোর্টিং ক্লাব ’-এর আয়োজনে বীজগুলো রোপণ করে ক্লাবের সদস্যরা।

ক্লাবের আহ্বায়ক মো. শাফি আল আসাদ  বলেন, দেশে বজ্রপাতে অনেক মানুষ মারা যাচ্ছেন। সবচেয়ে বেশি মারা যান গ্রাম অঞ্চলে। কৃষকেরা মাঠে কাজ করার সময় এই দুর্যোগের শিকার হন। সেই সঙ্গে প্রতি বছর অনেক গবাদিপশু মারা যায়। তালগাছ এসব দুর্ঘটনা থেকে রক্ষা করতে পারে বলে বীজ রোপণের এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

এ উদ্যোগ বাস্তবায়নে ক্লাবের ৪০ সদস্যকে নিয়ে তালের বীজ রোপণ করা হচ্ছে বলে জানান শাফি আল আসাদ।

মাটির ক্ষয় রোধ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় তালগাছের জুড়ি নেই জানিয়ে গড়েয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মানুরাম বর্মন  বলেন, ‘তালপাতার পাখা আমাদের ঐতিহ্যের অংশ। তালগাছের কাণ্ডের আঁশ থেকে রকমারি দ্রব্যাদি প্রস্তুত হয়। তবে, গাছটির সংখ্যা ক্রমেই হ্রাস পাচ্ছে। আমাদের যাঁর যাঁর জায়গা থেকে প্রত্যেককে এগিয়ে আসতে হবে

এই সময় ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য বেলাল হোসেন রেনু বলেন, তালের বীজ বা অন্যান্য বীজ তুলে দিন আমাদের হাতে। সবাই মিলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ও বজ্রপাত থেকে বাঁচতে তালের বীজসহ বা অন্যান্য গাছের চারা রোপণ করতে হবে।’

মো: আলমগীর/এমএ

Exit mobile version