Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি আটক

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি আটক

মোস্তাফিজুর রহমান আকাশ, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানায় পুলিশ অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা এবং জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১১: ৪০ মিনিট থেকে ১১: ৫০ মিনিটে ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের মন্ডলা দাম গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, তহিদুল ইসলাম (৪৮), হিমেলা দাস (৫৪), অন্যপ্রশাদ (৫৫), শামসুল আলম (৪৮), জহিরুল ইসলাম (৩৮) কায়ুম (৪৮) ও বদরুল ইসলাম (৪০)।

এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের বলেন, ‘আটকদের কাছ থেকে ৫২টি তাস এবং নগদ ১৪৯৭০ টাকা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে ১৮৬৭ সালে প্রকাশ্যে জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা করা হয়েছে।

Exit mobile version