Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

রুহিয়ায় ডা:বাতেন ও ডা: খাদিজা কল্যাণট্রাস্ট এর উদ্দ্যোগে কম্বল বিতরণ

রুহিয়ায় ডা:বাতেন ও ডা: খাদিজা কল্যাণ ট্রাস্ট এর উদ্দ্যোগে কম্বল বিতরণ

মোস্তাফিজুর রহমান আকাশ, ঠাকুরগাঁও: জীবন যুদ্ধে হার না মানা খেটে খাওয়া মানুষ গুলো পরিবারের মুখে দু মুঠো ভাত জোগাড় করতে বেরিয়ে পড়ে জীবনের তাগিদে। ঘন কুয়াশা আর কনকনে শীতের কারণে বিপর্যস্ত এখানকার জনজীবন। গত কয়েকদিন ধরে চলছে শীতের দাপট দেখা মিলেনি সূর্যের। ঠান্ডায় হাড় কাঁপানো এ শীতে হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে  সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ডা:বাতেন ও ডা: খাদিজা কল্যাণ ট্রাস্ট। সংগঠনটির উদ্যোগে অসহায় দুঃস্থ, গরীব ও এতিমদের  মাঝে কম্বল বিতরণ করা হয়েছে । 

মঙ্গলবার (১৪ জানুয়ারী) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলায় রুহিয়া থানা প্রেসক্লাবের সহযোগিতায়, রুহিয়া সালেহিয়া দারুসসুন্নত ফাজিল মাদ্রাসা মাঠে, ডা: বাতেন ও ডা: খাদিজা ফাউন্ডেশন কল্ল্যান ট্রাস্ট এর উদ্দ্যোগে ৫০০ (পাঁচশত) কম্বল বিতরণ করা হয়েছে। 

উক্ত কম্বল বিতরণীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডাক্তার বাতেন, রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  এ কে এম নাজমুল কাদের, প্রথম আলোর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মজিবর রহমান, রুহিয়া সালেহিয়া দারুসসুন্নত ফাজিল মাদ্রাসা সুপার মো: মোঝারুল ইসলাম, রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মজহারুল ইসলাম বাদল,সাধারণ সম্পাদক আপেল মাহমুদ ও সহকারী শিক্ষিকা রাবেয়া খাতুন (হাসি) সহ প্রমুখ।

/এমএ

Exit mobile version