মোস্তাফিজুর রহমান আকাশ, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানায় ৬০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুই মাদক কারবারি কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জানা যায়, গত বুধবার (২১ ফেব্রুয়ারি) জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক,এর ঠাকুরগাঁও সার্বিক দিক নির্দেশনায় বালিয়াডাঙ্গী থানা পুলিশের ১ টি চৌকস দল উক্ত থানাধীন ৪ নং বড় পলাশবাড়ি ইউপি অন্তর্গত ঝিকড়া (দলুয়া) গ্রামস্থ ধৃত আসামী মোঃ হারুন অর রশিদ (৪০), পিতা-মোঃ শামসুল হক, সাং- ঝিকড়া (দলুয়া) থানা বালিয়াডাঙ্গী জেলা ঠাকুরগাঁও, তার বসতবাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৬০০ (ছয়শত) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়।
ঘটনার সাথে জড়িত মোঃ আবু সাঈদ (২৪), পিতা-মোঃ সামসুদ্দিন,, সাং- ঝিকরা দলুয়া, থানা-বালিয়াডাঙ্গী, জেলা-ঠাকুরগাঁও ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ সুপার জানান। ঠাকুরগাঁও জেলার সকল প্রকার অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর।
এসএ