মোস্তাফিজুর রহমান আকাশ, ঠাকুরগাঁও প্রতিনিধি: মায়ের প্রতি ভালোবাসা থেকে ঠাকুরগাঁওয়ে নিজ অর্থায়নে মায়ের নামে একটি মসজিদ করেছেন ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বালিয়াডাঙ্গী উপজেলায় এই মসজিদের উদ্বোধন করেন ওই আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান সংসদ সদস্যের বাবা আলহাজ্ব দবিরুল ইসলাম।
মসজিদের নাম করণ করা হয় মরহুমা মমেনা ইসলাম মসজিদ।
সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন বলেন, আমি মনে করি এই মসজিদে মানুষ নামাজ পড়বে, তাহলে আমার মা ওপারে শান্তি পাবে।
আমার মায়ের জন্য সকলে দোয়া করবেন। আমার বাবা যেমন প্রতিটি সময় মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করেছেন আমিও ঠিক তেমনি সকলের পাশে থেকে সকলের জন্য কাজ করে যাবো।
এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ মসজিদ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এসএ