Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

বুয়েট ইস্যুতে ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি: বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাহিম রাব্বির আবাসিক হলে সিট ফিরিয়ে দেয়া, বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি চালু করা, স্বাধীনতা দিবস উদযাপনে বাধাদানকারী বুয়েট শিক্ষার্থীদের বিচারের আওতায় আনা এবং বুয়েট সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে মৌলবাদী-জঙ্গীবাদী তৎপরতার মূলোৎপাটন করার দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ কতৃর্ক ঘোষিত ঠাকুরগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রলীগ মানববন্ধন করেছে।

মঙ্গলবার (২ মার্চ) বেলা ১১টার দিকে ঠাকুরগাঁও সরকারি কলেজে, ঠাকুরগাঁও কলেজ শাখা ছাত্রলীগ এ মানববন্ধনের আয়োজন করে।

কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দিয়েছেন ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাবেক নেতা নাহিদ আলম নিউমুন, জেলা ছাত্রলীগের নেতা তরুন প্রজন্মের আইকন ছাত্র নেতা সুমন পারভেজ, নাঈম, প্রিন্স মাহমুদ, মেহেদী হাসান, শামীম হোসেন, সহ ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের নেতাকর্মী।

এসময় বক্তারা বুয়েটে ছাত্ররাজনীতি চালুর দাবি জানান এবং এই ইস্যুতে কেন্দ্রীয় যে কোন নির্দেশনায় মাঠে থাকার ঘোষণা দেন।

মোঃ আলমগীর
ঠাকুরগাঁও প্রতিনিধি

Exit mobile version