Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

বেড়াতে এসে প্রবাসে ফেরা হলো না ফাহমিদার

তিমির বনিক, মৌলভীবাজার: ঈদ উল ফিতরে দেশে বেড়াতে এসে ফাহমিদা(৫) নামে এক শিশু পানিতে ডুবে প্রাণ গেলো।

বৃহস্পতিবার (১১ই এপ্রিল) মৌলভীবাজার সদর উপজেলার বড়কাপনে এঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, যুক্তরাজ্য প্রবাসী ফাহমিদা কয়েকদিন আগে ঈদুল ফিতর উদযাপন করতে মা-বাবার সাথে মৌলভীবাজার সদর উপজেলার বড়কাপনে আসেন।

বৃহস্পতিবার বিকালে বাড়ির পাশের পুকুরে ডুবে মৃত্যু হয় তার।

এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল (পিপিএম) বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনাস্থলের আপডেট সকল বিস্তারিত পরে জানানো হবে।

Exit mobile version