Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

মৌলভীবাজার সদর উপজেলার সকল প্রার্থীর নির্বাচন স্থগিত

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সকল পদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

রোববার (১৯শে মে) সন্ধ্যায় নির্বাচন পরিচালনা-২ উপ-সচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য নিশ্চিত করেন।

সাক্ষরীত লিখা চিঠি থেকে জানা যায় যে, আপিল বিভাগের সিপিএলএ নং ১৬০৮/২০২৪ এর ১৬ মে ২০২৪ তারিখের আদেশ প্রতিপালনের সুবিধার্থে ষষ্ঠ উপজেলা পরিষদে ২য় ধাপে ২১ মে এর অনুষ্ঠেয় মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সকল পদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করার জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

বর্ণিতাবস্থায়, উল্লেখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

তিমির বনিক/এমএ

Exit mobile version