Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি বাতিল

মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি বাতিল

ছবি: জনতার বার্তা

মৌলভীবাজার প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজার জেলা সমন্বয়ক কমিটি বাতিল ঘোষণা করেছেন কেন্দ্রীয় সমন্বয়করা।

শনিবার (১৭ই আগস্ট) রাতে মৌলভীবাজার পৌর মিলনায়তনে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে পরবর্তী কেন্দ্রীয় সিদ্ধান্ত না আসা পর্যন্ত কেউ সমন্বয়ক পরিচয় দিতে পারবেন না। এসভায় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) আসাদুল্লাহ আল গালিব। এ ছাড়াও উপস্থিত ছিলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সমন্বয়ক।

আসাদুল্লাহ আল গালিব বলেন, মৌলভীবাজারে গঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কমিটি বাতিল ঘোষণা করা হলো। কেন্দ্রীয় সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই নির্দেশ বহাল তবিয়তে থাকবে বলে জানান তিনি।

তিমির বনিক/এস আই আর

Exit mobile version