Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃ’ত্যু

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু জাফর (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১লা সেপ্টেস্বর) সকালে উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের বিহাইডর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আবু জাফর ওই এলাকার বাসিন্দা মৃত আব্দুল হান্নানের ছেলে।

জানা যায়, আবু জাফর সকালে ঘরের পাশে নিজের মুরগির খামারে কাজ করতে যান। এসময় তিনি খামারের বৈদ্যুতিক বাতি জ্বালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। তার চিৎকার শুনে স্বজনরা এগিয়ে এসে দ্রুত তাকে উদ্ধার করে বিয়ানীবাজার হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

নিজবাহাদুরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের (ইউপি) সদস্য সাজু আহমদ রোববার বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বজনরা আবু জাফরের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন। তার পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য অনুমতি দেয়।

তিমির বনিক/এস আই আর

Exit mobile version