Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

যৌথ বাহিনীর অভিযানে যুবলীগের সেক্রেটারি গ্রেপ্তার

যৌথ বাহিনীর অভিযানে যুবলীগের সেক্রেটারি গ্রেপ্তার

মইনুল ইসলাম সবুজ । ছবি: সংগৃহীত

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় যৌথ বাহিনীর অভিযানে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম সবুজকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ই সেপ্টেম্বর) বিকেলে কুলাউড়া শহরস্থ তার ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, মইনুল ইসলাম সবুজের নামে থানায় দুইটি মামলা হয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ শুক্রবার তাকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

তিমির বনিক/এস আই আর

Exit mobile version