Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

দুর্গোৎসবের প্রস্তুতি নিয়ে পুলিশ সুপারের মন্দির পরিদর্শন

দুর্গোৎসবের প্রস্তুতি নিয়ে পুলিশ সুপারের মন্দির পরিদর্শন

মৌলভীবাজার প্রতিনিধি: শারদীয় দূর্গোৎসবকে ঘিরে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী কাদিপুর শিববাড়িসহ জুড়ী ও বড়লেখা উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন পুলিশ সুপার এম, কে, এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম- সেবা।

বৃহস্পতিবার দিনভর মৌলভীবাজার পুলিশ সুপার মন্দির কমিটির এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে আসন্ন দুর্গোৎসবের প্রস্তুতি নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং পূজা কমিটির নেতৃবৃন্দকে পূজায় জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তায় উৎসব পালনের আশ্বাস প্রদান করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়, ( সুপারপদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ প্রমুখ।

তিমির বনিক/এমএ

Exit mobile version