Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

মৌলভীবাজারে ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ সভাপতিসহ ৪জন গ্রেপ্তার

মৌলভীবাজারে ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ সভাপতিসহ ৪জন গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের সাঁড়াশি অভিযানে পৌর ছাত্রলীগ ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ই অক্টোবর) সকালে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ তথ্য নিশ্চিত করেন মো. গোলাম আপছার।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুলাউড়া পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান জনি, পৃথিমপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিরা মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা রিপন বখশ ও রকি হাসান রিংকু।

ওসি গোলাম আপছার জানান, রবিবার রাতে পুলিশের সাঁড়াশি অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের সোমবার সকালে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিমির বনিক/এমএ

Exit mobile version