Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

শ্রীমঙ্গলে বিদ্যুৎ মেরামতে গিয়ে একজনের মৃ’ত্যু

শ্রীমঙ্গলে বিদ্যুৎ মেরামতে গিয়ে একজনের মৃ'ত্যু

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নে লাইন মেরামত করতে গিয়ে রেজুয়ান (২২) নামের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরেক বিদ্যুৎ কর্মী লাইনম্যান মোস্তাফিজুর রহমান।

শনিবার (১২ই অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিনের বেলতলী গ্রামে গ্রামে বিদ্যুৎ মেরামতের কাজ করতে গিয়ে মৌলভীবাজার পল্লীবিদ্যুত সমিতির লাইনম্যান রেজুয়নুল ঘটনান্থলেই মারা যায়। নিহত রেজুয়ানুলের বাড়ী সুনামগঞ্জের বিসম্বরপুর। এসময় স্থানীয়দের সহযোগিতায় আহত মোস্তাফিজুরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থা গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়। নেত্রকোনায় মোস্তাফিজের বাড়ী জানা যায়।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) এবিএম মিজানুর রহমান জানান, লাইনে কাজ করতে গিয়ে হতাহতের ঘটনার তদন্ত করা হবে। কোন অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে।

তিমির বনিক/এস আই আর

Exit mobile version