Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

ডিবি’র জালে ইয়াবাসহ একজন আটক

ডিবি’র জালে ইয়াবাসহ একজন আটক

মৌলভীবাজারে প্রতিনিধি: মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার(ডিবি)র বিশেষ অভিযানে খলিলপুর নামক এলাকা থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কয়ছর আহমদ (২৮) নামে একজনকে আটক করা হয়েছে।

গোপন তথ্য অনুযায়ী শুক্রবার (১৮ই অক্টোবর) এসআই আবু নাইয়ুমের নেতৃত্বে ডিবির একটি দল সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে তাকে আটক করে।

আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে পলিব্যাগের ভেতর থেকে মোট ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা যায়।

মৌলভীবাজার ডিবি’র অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম জানান, ”আটককৃত কয়ছর আহমদ সিলেট জেলার জকিগঞ্জ থানা এলাকার বাসিন্দা। সে সিলেটের সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে দীর্ঘদিন যাবৎ মৌলভীবাজারে বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

তিমির বনিক/এমএ

Exit mobile version