Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

সাঁড়াশি অভিযানে শ্রমিকলীগ নেতা ও ডাকাত গ্রেপ্তার

সাঁড়াশি অভিযানে শ্রমিকলীগ নেতা ও ডাকাত গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের সাঁড়াশি অভিযানে উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম ও ডাকাত সামছুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২২শে অক্টোবর) ভোরে কুলাউড়া রেলস্টেশন ও বরমচাল ইউনিয়ন এলাকা থেকে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

থানা সূত্রের বরাতে জানা যায়, গ্রেপ্তারকৃত কাইয়ুম ও সামছুলের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। মঙ্গলবার ভোরে থানার ওসি মো. গোলাম আপছারের সার্বিক দিকনির্দেশনায় পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি দল কুলাউড়া রেলস্টেশন এলাকা থেকে পলাতক আসামি আব্দুল কাইয়ুম ও বরমচাল ইউনিয়নের পূর্ব সিংগুর থেকে সামছুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

ওসি গোলাম আপছার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের সাঁড়াশি অভিযানে তাদেরকে গ্রেপ্তারের পর বুধবার মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিমির বনিক/এস আই আর

Exit mobile version