Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

মানব পাচারকারীর বাড়িতে বিজিবি’র অভিযানে শিশুসহ ৮নারী-পুরুষ আটক

মানব পাচারকারীর বাড়িতে বিজিবি'র অভিযানে শিশুসহ ৮নারী-পুরুষ আটক

তিমির বনিক,মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুরে এক মানব পাচারকারীর বাড়ি থেকে ৮ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৮শে নভেম্বর) দুপুরে উপজেলার লালারচক এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে রাতে তাদেরকে কুলাউড়া থানায় হস্তান্তর করে বিজিবি।

আটককৃতরা হলেন- মো. মফিজুর রহমান চৌধুরী (৫০), মো.সেলিম ফকির (৩০), মো.সাগর শেখ (১৭), মো.লিটন মোল্লা (২৫), মোছা:লামিয়া (৭), ফুলি (৩৫), সাথী (২৫) ও শিশু তালহা (২)। তারা সকলেই খুলনা ও নড়াইল জেলার বাসিন্দা বলে জানা যায়।

৪৬ ব্যাটালিয়ন বিজিবির শ্রীমঙ্গলের সহকারী পরিচালক মো. জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে লালারচক এলাকার বাসিন্দা মানব পাচারকারী মো. ওয়াসকুরুনীর বাড়িতে লালারচক বিজিবি’র সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার লালারচক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রেরণের জন্য ৮জন বাংলাদেশি নাগরিককে তার বাড়িতে পাওয়া যায়।পরে তাদেরকে আটক করা হয়।

তিনি আরও জানান,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, পাসপোর্ট বিহীন তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে মানব পাচারকারী ওয়াসকুরুনীর কথামতো তার বাড়িতে অবস্থান নেয়। ঘটনাস্থলে ওয়াসকুরুনীকে পাওয়া না গেলেও তাকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদেরও রাতে থানায় হস্তান্তর করা হয়েছে।

কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার বলেন, আটককৃতদের শুক্রবার মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

/এমএ

Exit mobile version