Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

বারুনী পূর্নস্নান ঘিরে লাখো মানুষের ঢল

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় মধু ত্রয়োদশী তিথিতে মাধবকুণ্ড জলপ্রপাতে বারুনী পূর্নস্নান করতে লাখো পুণার্থীর ভিড় জমেছে।

শুক্রবার (৫ই এপ্রিল) রাত থেকেই মাধবকুণ্ড মাধবেশ্বর মন্দির প্রাঙ্গনে আসতে শুরু করেন হাজার হাজার পুণ্যার্থী। শনিবার ভোর পাঁচটা থেকে স্নান করে তারা পূজা দেন মাধবেশ্বর মন্দিরে।

মাধবকুণ্ড মাধবেশ্বর মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুব্রত পুরকায়স্থ জানান, শত শত বছর পূর্ব থেকেই এখানে পূর্ণ্যস্নান হয়ে আসছে । তিনি জানান, প্রাচীন আমলে এখানে স্নান করে সন্ন্যাসী এবং বৈষ্ণবদের সেবার উদ্দেশ্যে চালদান করা হতো। এই উৎসবে যোগ দিয়েছেন অসংখ্য বৈষ্ণব ও সন্ন্যাসী। পুণ্যার্থীরা গঙ্গাস্থান করে প্রাচীন নিয়মঅনুযায়ী সেই সন্ন্যাসী ও বৈষ্ণবদের চাল দান করেন আজ অব্দি।

পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিদ্যুৎ দাস জানান, লাখো মানুষের আগমনে এই অনুষ্ঠানকে শৃংখল রাখতে প্রায় তিন শত ভলেন্টিয়ার কাজ করছেন গত দু’দিন ধরে।

বিভিন্ন প্রান্তের লাখো ভক্তের জন্যই আয়োজন করা হয় মহাপ্রসাদের। এদিকে এই বারুনী স্নানকে সামনে রেখে মাধবকুণ্ড প্রাঙ্গনে বসেছে বিশাল মেলার আয়োজন।

এসএ

Exit mobile version