Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

রিজার্ভ কমে ১৯.৮৩ বিলিয়ন ডলার

এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের রিজার্ভ ১৩৩ মিলিয়ন ডলার কমে ১৯ দশমিক ৮৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের তথ্যে জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ৩০ এপ্রিল পর্যন্ত রিজার্ভের পরিমাণ ছিল ১৯ দশমিক ৯৬ বিলিয়ন ডলার।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম৬) অনুযায়ী বৈদেশিক মুদ্রার এই হিসাব করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের বুধবারের তথ্য অনুযায়ী, প্রায় এক মাস ধরে রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের নিচে আছে।

এদিকে রিজার্ভ না বাড়ায় আইএমএফ ঋণের চতুর্থ কিস্তিতে বাংলাদেশের জন্য নিট আন্তর্জাতিক রিজার্ভের (এনআইআর) লক্ষ্যমাত্রা কমিয়ে দিয়েছে।

ওয়াশিংটনভিত্তিক ঋণদাতা প্রতিষ্ঠান জুনে বাংলাদেশের জন্য ২০ দশমিক ১১ বিলিয়ন ডলার রাখার লক্ষ্যমাত্রা দিয়েছিল। কিন্তু ঢাকায় ১৫ দিনের সফর শেষে আইএমএফ মিশন কেন্দ্রীয় ব্যাংকের এনআইআর লক্ষ্যমাত্রা কমিয়ে ১৪ দশমিক ৭৬ বিলিয়ন ডলারে নামিয়ে এনেছে।

বাংলাদেশের রপ্তানি ও প্রবাসী আয়ে তেমন উন্নতি না হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে আইএমএফ মিশন।

Exit mobile version