Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

সালমানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় দ্বিতীয় বন্দুক উদ্ধার

বলিউড সুপারস্টার সালমান খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় আরও একটি বন্দুক উদ্ধার হয়েছে। ১৪ এপ্রিলের ওই ঘটনায় এ নিয়ে দুটি বন্দুক উদ্ধার করা হয়েছে সুরাতের তাপী নদী থেকে। পাশাপাশি মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের কর্মকর্তারা বন্দুকের তিনটি ম্যাগাজিনও উদ্ধার করেন। ইতোমধ্যে এ ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) থেকে শুরু চলছে তল্লাশি অভিযান। এখন পর্যন্ত মোট দুটি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১৩টি বুলেট উদ্ধার করা গেছে।

১২ জন কর্মকর্তা ও এনকাউন্টার স্পেশালিস্ট সিনিয়র পুলিশ ইনস্পেক্টর চালাচ্ছেন এ অভিযান। স্কুবা ড্রাইভার দিয়ে চলছে তল্লাশি। এ ঘটনায় ইতোমধ্যে ভিকি গুপ্ত ও সাগর পাল নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বান্দ্রা এলাকায় বলিউড সুপারস্টার সালমান খানের বাড়ির বাইরে কয়েক রাউন্ড গুলি চলার পর থেকেই ভারতে তোলপাড় শুরু হয়। পুরো ঘটনার ভিডিও সিসিটিভিতে উঠে এসেছে। পুলিশ সালমানের বাড়ি থেকে এক কিলোমিটারের বেশি দূর থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। সন্দেহ করা হচ্ছে, হামলাকারী দুই জনে ওই মোটরসাইকেলে চড়েই এসেছিল।

Exit mobile version