Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

আফগানিস্তানে মসজিদে বন্দুকধারীর হামলায় নিহত ৬

আফগানিস্তানের হেরাত প্রদেশের একটি মসজিদে বন্দুকধারীর হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে প্রদেশের গুজারা জেলার একটি মসজিদে এই হামলা হয়। এমনটা জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানী বলেছেন, হেরাত প্রদেশের গুজারা জেলায় সোমবার আনুমানিক রাত নয়টার দিকে অপরিচিত এক বন্দুকধারী মসজিদে নিরস্ত্র মুসল্লিদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ছয়জন নিহত হয়।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, নামাজ চলাকালে হঠাতই এক বন্দুকধারী এসে এলোপাতাড়ি গুলি করা শুরু করে। এসময় আতঙ্কিত মুসল্লিরা প্রাণ বাঁচাতে ছোটাছুটি করতে থাকেন।

কর্তৃপক্ষ বলছে, মসজিদটি শিয়া ধর্মাবলম্বীদের। হামলার দায় এখনও স্বীকার করেনি কেউ। তবে ধারণা করা হচ্ছে, ঘটনার সাথে জঙ্গি গোষ্ঠী আইএস জড়িত থাকতে পারে।

এসএ

Exit mobile version