Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

ইসরায়েলের কারাগারে মারা গেলেন ফিলিস্তিনি চিকিৎসক

চার মাসেরও বেশি সময় আটক থাকার পর ইসরায়েলি কারাগারে মারা গেলেন ফিলিস্তিনের সিনিয়র চিকিৎসক আদনান আল বুরশ। বৃহস্পতিবার (২ মে) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও ফিলিস্তিনি বন্দীদের নিয়ে কাজ করা গোষ্ঠীগুলো এ তথ্য জানিয়েছে। খবর সিএনএন। 

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫০ বছর। গাজার বৃহত্তম চিকিৎসাকেন্দ্র আল শিফা হাসপাতালের অর্থোপেডিকসের প্রধান ছিলেন তিনি। বুরশকে উত্তর গাজার আল-আওয়াদা হাসপাতালে অস্থায়ীভাবে কাজ করার সময় ইসরায়েলি বাহিনী আটক করেছিল।

অর্থোপেডিকসের প্রধান মৃত্যুকে একটি হত্যা বলে অভিহিত করেছে। তার লাশ এখনো ইসরায়েলি হেফাজতে রয়েছে। এ বিষয়ে ইসরায়েলি সামরিক মুখপাত্র বলেন, জেল পরিষেবা, গত ১৯ এপ্রিল বুরশকে মৃত ঘোষণা করে। জাতীয় নিরাপত্তার কারণে তাকে ওফার কারাগারে আটক করা হয়। মৃত্যুর কারণ সম্পর্কে মুখপাত্র কিছুই জানাননি।

Exit mobile version