Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

ইব্রাহিম রাইসির মৃত্যু নিয়ে ধোঁয়াশা

সোমবার (২০ মে) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহসিন মানসুরি। হেলিকপ্টার বিধ্বস্তে নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান। তবে দুর্ঘটনা নাকি নাশকতা তা নিয়েই রয়েছে ধোঁয়াশা। জরুরি বৈঠকে বসেছে দেশটির মন্ত্রিসভা।

প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের পাশাপাশি হেলিকপ্টারটিতে ইরানের আরও বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তাও ছিলেন।

শনিবার (১৮ মে) কয়েকজন সহযোগীসহ আজারবাইজান সফরে যান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সেখানে দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে একটি অনুষ্ঠান শেষে ফিরে আসার পথে বিকেলে পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

বিধ্বস্তের কয়েক ঘণ্টা পর সোমবার ভোরে হেলিকপ্টারটির সন্ধান পায় রেড ক্রিসেন্ট। দুর্গম পাহাড়ি এলাকায় পুরোপুরি বিধ্বস্ত অবস্থায় দেখতে পায় উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপে কোনো প্রাণের অস্তিত্বও খুঁজে পায়নি তারা।

বিধ্বস্তের কারণ সম্পর্কে এখনো কোনও তথ্য জানায়নি ইরান সরকার। দুর্ঘটনা নাকি কোনও নাশকতা সে বিষয়টিও পরিস্কার করেনি তারা। তবে সামরিক বিশেষজ্ঞদের ধারণা, বৈরি আবহাওয়া ও ঘন কুয়াশার কারণে বিধ্বস্ত হতে পারে।

Exit mobile version