Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

‘যুক্তরাষ্ট্র ইরানে হামলা করলে খুশি হবে চীন ও রাশিয়া’

‘যুক্তরাষ্ট্র ইরানে হামলা করলে খুশি হবে চীন ও রাশিয়া’

যুক্তরাষ্ট্র যদি ইরানে সামরিক হস্তক্ষেপ করে, তাহলে এতে সবচেয়ে বেশি খুশি হবে চীন ও রাশিয়া—এমন মন্তব্য করেছেন অস্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ আলাম সালেহ।

আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি ইরানে হস্তক্ষেপ করে, তাহলে চীন ও রাশিয়ার জন্য সেটা অত্যন্ত সুখবর হবে। তারা চাইবে, যুক্তরাষ্ট্র এমন একটি দেশের সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়িয়ে পড়ুক, যেটি তুলনামূলকভাবে শক্তিশালী। ইরান কিন্তু ইয়েমেনের হুতি বা আফগানিস্তানের তালেবান নয় এবং অবশ্যই সিরিয়া বা ইরাকও নয়।’

তার মতে এই যুদ্ধ যদি শুরু হয়, তবে চীন ও রাশিয়া সরাসরি যুক্ত না হয়ে ইরানকে দীর্ঘ সময় ধরে টিকিয়ে রাখার মতো সহায়তা করবে। এর উদ্দেশ্য হবে যুক্তরাষ্ট্রকে আরও কয়েক বছরের জন্য মধ্যপ্রাচ্যে ব্যস্ত ও ক্লান্ত রাখা।

তবে তিনি স্পষ্ট করে বলেন, চীন বা রাশিয়া সরাসরি এই যুদ্ধে জড়াবে না। তাদের অবস্থান হবে পেছন থেকে কৌশলগত সমর্থন দেওয়া। চীনের মূল উদ্বেগ থাকবে যেন ইরানের তেল রপ্তানি ও আঞ্চলিক বাণিজ্য স্বাভাবিকভাবে চালু থাকে। এর বাইরে, দীর্ঘ যুদ্ধ শুরু হলে পশ্চিমাদের ওপর চাপ বাড়বে, যা এশীয় প্রতিদ্বন্দ্বীদের লাভবান করবে।

/এমএ

Exit mobile version