Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

মৌলভীবাজারে মামলার বাদীকে হুমকি-ধমকি

মৌলভীবাজারে মামলার বাদীকে হুমকি-ধমকি

হুমকিদাতা মেহেদী হাসান, সংগৃহীত ছবি।

তিমির বনিক, মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা গ্রামের মৃত নুর মিয়ার পুত্র মোঃ আলাল আহমদ (৩৭) কে মিথ্যা মামলা ও হত্যার হুমকি প্রদানের অভিযোগ। এঘটনায় নিজের নিরাপত্তার কথা চিন্তা করে কমলগঞ্জ থানায় তিনি সাধারণ ডায়রি করেন যার নং-৮৪,০২/১১/২০২৪ইং।

সাধারণ ডায়রিতে মো: আলাল আহমেদ উল্লেখ করেন, মেহেদী হাসান ৩৩), পিতা-আব্দুল হাসেম খান, সাং-দক্ষিন শিলাকোটা, ঢাক-দক্ষিন বাড়া-১৩২১, থানা- দোহার, জেলা-ঢাকা, ব্যবসায়ী ঠিকানা-ওয়ার্ড ভিসা এপ্লিকেশন সেন্টার খ ৪২/১ নতজ্ঞা বাসস্ট্যান্ড যমুনা ফিউচার পার্ক, বাড়িধারা ঢাকা উক্ত বিবাদী বিরুদ্ধে সিআর মামলা নং-২৭/২০২৪ (কমল), ধারা-৪০৬/৪২০/৪৬৮/৪৭১/৫০৬(২) পেনালকোড মৌলভীবাজার বিজ্ঞ আদালতে মামলা চলামান রয়েছে। 

মেহেদী হাসান গত ৩০/১০/২০২৪খ্রিঃ অনুমান দুপুর ০২.৪০ ঘটিকায় ০১৮১১-৭৬৩০৫২ হইতে মামলার বাদীর ব্যবহৃত ০১৭১২৩০০৪০১ নম্বরে ফোন করে তাকে বিভিন্ন ধরনের অশ্লীল কথা ও অশ্লীল বার্তা সহ অকথ্যভাষায় গালিগালাজ করতঃ হুমকি দিয়া বলে যে, উক্ত বিজ্ঞ আদালতের মামলা আপোষ করার জন্য এবং সে যদি উক্ত মামলা আপোষ না করে তাহলে তার নামে মিথ্যা মামলা দায়ের করিবে। এবং তাকে প্রাণে হত্যার ভয়ভীতি প্রদর্শন করিয়া থাকে। বিবাদীর হুমকিতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। উক্ত বিষয়ে ভবিষ্যতের নিরাপত্তার স্বার্থে থানায় সাধারণ ডায়রী করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত সত্য উন্মোচিত হবে।

/এমএ

Exit mobile version