Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

আরেকটি বাধা পেরোলেই মুক্ত হতে পারবেন বাবর

আরেকটি বাধা পেরোলেই মুক্ত হতে পারবেন বাবর

ফাইল ছবি

প্রায় সাড়ে ১৭ বছর আগে আটক হয়েছিলেন বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সেই থেকে কারাবন্দি বিএনপির এই নেতা।

এর মধ্যে দুর্নীতি, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা ও ১০ ট্রাক অস্ত্র উদ্ধারের মতো ঘটনায় করা মামলায় তিনি দণ্ডিত হয়েছিলেন। তবে চলতি বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার দেশত্যাগের পর এসব মামলার আপিল শুনানি শেষে খালাস পাচ্ছেন লুৎফুজ্জামান বাবর।

সবশেষ গত ১৮ ডিসেম্বর ১০ ট্রাক অস্ত্র মামলার বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় খালাস পান তিনি।

তার আইনজীবীর মতে, লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে আরেকটি মামলা রয়েছে, যেটিতে যাবজ্জীবন দণ্ড রয়েছে।

এটি থেকে যদি খালাস পান তাহলে তিনি কারামুক্ত হবেন।

Exit mobile version