Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

হাতে সময় নিয়ে রাস্তায় বের হওয়ার পরামর্শ ডিএমপির

হাতে সময় নিয়ে রাস্তায় বের হওয়ার পরামর্শ ডিএমপির

ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রবিবার সড়কে নানা কর্মসূচির কারণে সম্ভাব্য বিঘ্ন এড়াতে কিছু এলাকায় বাসিন্দাদের হাতে বাড়তি সময় নিয়ে রাস্তায় বের হওয়ার পরামর্শ দিয়েছে।

রবিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব রথযাত্রা উপলক্ষে রাজধানীতে একটি শোভাযাত্রা বের হবে এবং ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে।

তাছাড়া চলমান কিছু গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও চলমান কোটাবিরোধী আন্দোলনের কারণে নগরবাসী যানজটের সম্মুখীন হতে পারেন।

এজন্য রমনা, মতিঝিল ও ওয়ারী এলাকার বাসিন্দাদের সময় নিয়ে রাস্তায় বের হতে অনুরোধ জানিয়েছে ট্রাফিক বিভাগ।

Exit mobile version