Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

জনগণের পাশে থাকার কথা জানালেন সেনাপ্রধান

জনগণের পাশে থাকার কথা জানালেন সেনাপ্রধান

সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: সংগৃহীত

দেশের চলমান পরিস্থিতিতে জানমালের নিরাপত্তায় সেনাবাহিনী জনগণের পাশে থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শনিবার (৩ আগস্ট) সেনাসদরের হেলমেট অডিটোরিয়ামে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। আইএসপিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়।  

সেনাপ্রধান বলেন, ‘যেকোনো পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক। জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে।’

এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিভিন্ন গুজব সম্পর্কে সচেতন থাকারও পরামর্শ দেন সেনাপ্রধান।

সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা সব সেনানিবাস হতে ফরমেশন কমান্ডারগণসহ সব পদবির সেনাকর্মকর্তারা এ সময় ভিডিও টেলিকনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন।

Exit mobile version