Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

১৫ নভেম্বর কওমি ছাত্রদের কাকরাইলে না আসার আহ্বান সাদ পন্থীর

১৫ নভেম্বর কওমি ছাত্রদের কাকরাইলে না আসার আহ্বান সাদ পন্থীর

সংগৃহীত ছবি

১৫ নভেম্বর কাকরাইল মসজিদে না আসার জন্য কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন মসজিদের ইমাম মুফতী আজিমুদ্দিন (সাদ পন্থী)। শনিবার (৯ নভেম্বর) এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

ইমাম মুফতী আজিমুদ্দিন বলেন, কাকরাইল মসজিদে ১৫ নভেম্বরের পর থেকে ভারতের মাওলানা সাদ পন্থীদের দাওয়াতি তাবলীগের কাজ পরিচালনা ও তাদের প্রবেশ করতে না দেয়ার হুমকি এসেছে বাংলাদেশের মাওলানা জোবায়ের পন্থীদের কাছ থেকে।

তিনি বলেন, এ অবস্থায় ১৫ তারিখ সব কওমি মাদরাসার ছাত্রদের কাকরাইল মসজিদে না আসার আহ্বান রইলো। তারা কোনো ভাবেই কাকরাইল ছাড়বেন না বলে হুশিয়ারি দিয়েছেন।

/এমএ

Exit mobile version