Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

বুয়েট শিক্ষার্থীরাই ঠিক করবেন কোন সংগঠন করবে: সাদ্দাম

আদালতের রায়ের পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের রাজনীতিতে আহ্বান জানালেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। বলেছেন, কে কোন সংগঠন করবেন, সেটা শিক্ষার্থীরাই ঠিক করবে।

মঙ্গলবার (২ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বুয়েটে ছাত্র রাজনীতির দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

সাদ্দাম হোসেন জানান, বুয়েটের শিক্ষার্থীদের সব যৌক্তিক দাবির পক্ষে থাকবে ছাত্রলীগ। যেসব শিক্ষার্থীকে মানসিকভাবে নির্যাতন করা হয়েছে, তাদের পাশে দাঁড়াবে ছাত্রলীগ।

তিনি আরও বলেন, আবরার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা হয়েছে। তখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে ছাত্রলীগ ক্যাম্পাসে রাজনীতি স্থগিত রাখে। জঙ্গিবাদের সঙ্গে যারা সংশ্লিষ্ট, তাদেরকে শাস্তির আওতায় আনার দাবিও তোলেন ছাত্রলীগ সভাপতি।

এসএ

Exit mobile version