Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

রাবি ক্যাম্পাস থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্যাম্পাসের বধভূমি সংলগ্ন মেহগনি বাগানে (হরিজন পল্লি) গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৪ এপ্রিল) রাত আনুমানিক পৌঁনে ১২ টার দিকে স্থানীয়রা দেখতে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশেে খবর দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক।

মৃত ব্যক্তির নাম ফারুক (৪৮)। সে রাজপাড়ার কাজী হাটার বাসিন্দা আমজাদের ছেলে বলে জানা গেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারনা করা হচ্ছে। তবে প্রকৃত ঘটনা নিশ্চিতে কাজ করছে পুলিশ। ব্যবস্থা করা হচ্ছে ময়নাতদন্তের। পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

মাফুজুর রহমান ইমন/এস আই আর

Exit mobile version